মনে মনে রাঙে রং দোলের দিনে ,
বনে বনে খেলে রং বসন্ত ফাগুনে ¡
পলাশ খেলে রং শিমুল সনে ,
কৃষ্ণ চূড়ার রং লাগে বনে বনে ¡
আজি আবিরে আবিরে রাঙে এই ভূবনে ,
পিচকারী রং মারিব বঁধূ আজিকার দিনে ¡
রাঙালো রে আজি রাঙিল রে ,
রঙে রঙে নীল শাড়ী ভিজিল রে ¡
আজি এই দোল পূর্ণিমা দিনে ,
রঙ খেলিব বঁধূ তোমারি সনে ¡
বসন্তের রঙে রঙে রাঙে এই হিয়া ,
পিচকারী রঙে আজ রাঙাবো গো প্রিয়া ¡
বঁধূ পিচকারী রঙ ,মারিব তব গায়ে ,
আবীরে আবীরে রাঙাবো ঐ রাঙা পায়ে ¡
আজি রঙ খেলিবো ,রঙ মাখাবো ,
রাঙাবো রঙে তোমায় , রঙে রাঙিবো ¡
রঙে রঙে রঙ খেলিবো আজি তোমার সনে ,
ছাড়িব না হে প্রিয় তোমায় ,আজি হরির দিনে ¡


                *********


সন্ধ্যা -৬:০০ টা ,
২৬ /০২ /২০১৮ সোমবার ,
           ডেবরা ¡