সুখ দুঃখ ভাই ভাই পাশাপাশি যায় ,
সুখীদের বন্ধু অনেক দুঃখীদের কেউ নাই ।
সুখ বলে আমি থাকি সুসময়ে  সদা ,
দুঃখীজনের পাশে কেউই না থাকে একদা ।
সুখেতে সুখীরা দুঃখীদের না দেখেনা চেনেনা  ,
ভালোভালো খাবার ছাড়া মুখেতে আদৌ রোচেনা ।
যতক্ষণ সুসময় পাশে কত কত বন্ধুবান্ধব যায় আসে ,
দুঃখীজনের দুঃখ এলে আপনজনও থাকেনা তার পাশে ।
বড়লোকের বড়বাড়ী বন্ধু বান্ধব ছড়াছড়ি না চাইতেই
                                                দৌড়ে আসে ,
দুঃখীজনের দুঃখই সদা সবাইকেই সে ভালোবাসে ।
টাকা পয়সা থাকে যখন অতি পরও হয় আপন ,
টাকা পয়সা নাই যার  তাকে চেনেনা আপনজন ।
সুখের সময় কতশত বন্ধুবান্ধব দেয় কত উপঢৌকন ,
দুঃখীজন শ্রমকরে সদা টাকা পয়সা করে উপার্জন ।
সুখ যতদিন থাকে সুখীদের থাকেনা অভাব অনটন ,
দুঃখের  দিনে দুঃখই আপন কেউ নয় পর আপন ।
দুঃখ থাকলে ভালই থাকে দুঃখই তার আপনজন ,
দুঃখীরা সুখীদের কাছে অবহেলার পাত্র হয় তখন  ।
দুঃখীদের দুঃখই সাথী সুখীদের আপন জন ধন ,
মনের সুখে থাকে দুঃখী দুঃখীদের শান্তি পরম ধন ।
সুখ যখন থাকেনা পাশে কেউ তখন নয় আপন ,
দুঃখীরা সর্বদাই শান্তিতে থাকে চিন্তা করেনা ধন ।


          *******************
দুপুর - ২ : ১২ মিনিট !
০৪ / ০৬ / ২৩ শুক্রবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !