দুঃখ তুমি যেওনাকো ,চিরসাথী মোর ,
জন্মাবধি সাথে তুমি থেকো জীবন ভোর !
ক্ষণিকের তরে আমি কখনো সুখ চাইনা ,
সুখ মোর  কোনদিন ভাগ্যে বুঝি সয়না !
দুঃখ তোমায় সারা জীবন সইতে আমি পারি ,
ক্ষণিকের সুখরাশি আর সইতে নারি !
বিধাতা দিয়েছেন শক্তি দুঃখেরে সহিবার ,
দুঃখ ছেড়ে গেলে -টান ,স্নেহ ,ভালবাসা ,
                     ভক্তি,শ্রদ্ধা ,নাহি রবে আর !
দুঃখ তুমি শিখায়েছ সভ্যতা ,ভদ্রতা ,সহবৎ ,শালিনতা ,
সুখে মগ্ন হয়ে ভুলে ,শিক্ষা,দীক্ষা ,মনুষ্যত্ব ,সৌজন্যতা !
সুখেতে মুহ্যমান হয়ে ,হয় সম্পর্কের বিচ্ছেদ ,
সম্মানের মাপকাঠিতে বন্ধুবান্ধবের শ্রেষ্ঠ আসন ,
                  শুধু মাতা-পিতা,ভগিনীর নীচাসনের সংকেত !


সুখকালে  মাতা-পিতা ,ভাগিনী ,স্বজন ছাড়াযায় ,
শুধুমাত্র বন্ধু-বান্ধব,শ্বশুরালয় ,দ্বারা,সূত ছাড়ানাহি  যায় !
দুঃখ তুমি থাকলে সাথে  মাতা ,পিতা,বোন আত্মীয় ,তারাই স্বান্তনা ,
স্ত্রী ও দূরে চলে যায় ,শুধু মাতা ভগিনী করতে পারেনা বঞ্চনা !
দুঃখ আমার জীবন সাথী ,আমি তোমায় ভালবাসি ,
দুঃখেই আমার জীবন গড়া,দুঃখে আমার ভয়টা কি ???
    


                   ***********
দুপূর-১২:৫৫ মিঃ , ডেবরা ,
১৯ /০৬ /২০১৭ ,সোমবার !