বিদ্রোহী কবি কাজীনজরুল ইসলাম ,
তোমার জন্মদিনে তোমায় জানাই প্রনাম ।
কন্ঠ গাহিল তব বিদ্রোহের গান ,
সবার মনে প্রাণে জাগালে তুমি দ্রোহের তুফান ।
বিদ্রোহী কবি তুমি কাজী নজরুল ,
গানে তব শিশ্ দেয় তোমার গানের বুলবুল ।


জন্ম নিলে তুমি ২৪ শে মে ১৮৯৯ সালে ,
বর্দ্ধমান জেলা , আসানশোল মহকুমার চুরুলিয়া গ্রামে ।
পিতা তোমার ফকির আহমেদ্ মাতা জাহিদা খাতুন ,
সকল ভাই বোনের মধ্যে তুমিই মধ্যম ।
প্রমীলা দেবী তব সহধর্মিনী অতি ভাগ্যবতী ,
পুত্র তব চারজন অতিশয় মহতী ।
পুত্র কাজী সব্যসাচী ,কৃষ্ণ মহম্মদ ,
কাজী অনিরুদ্ধ আর অরিন্দম খালেদ ।


একাধারে কবি তুমি একাধারে সাহিত্যিক ,
অন্যদিকে ছিলে তুমি সঙ্গীতজ্ঞ আর সাংবাদিক ।
কাজী নজরুল সমাজ ,সাহিত্য ,সংস্কৃতিতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ,
কাব্যে তব বিদ্রোহের আগুন,তাই বিদ্রোহী কবি আখ্যায়িত ।
একাধারে ঔপন্যাসিক ,গীতিকার তুমি সুরকার ,
মূলমন্ত্র তোমার মানুষের প্রতি অত্যাচার ,অনাচার ও
                              শোষনের বিরুদ্ধে সোচ্চার ।


ডাক নাম ছিল তোমার " দুখু মিয়া ",
অন্যের কষ্টে মর্ম্মাহত হোত তব হিয়া
মহানির্বাণ হোল তোমার  ২৯ শে আগস্ট ১৯৭৬ সালে ,
মহাপ্রয়ানের পথে তুমি চলে গেলে ।


          *************
বিকাল -৪:৩২ মিনিট ,
২৭/০৫/২০১৯মঙ্গলবার ।
কোলকাতা ।