কার ইচ্ছাতে নীলাকাশে চন্দ্র সূর্য হাসে ,
কার ইসারায় আকাশ 'পরে তারার মেলা বসে  ।
কার ইসারায় পূব আকাশে  নবীন প্রভাত হয় ,
কার ইসারায়  গাছে গাছে পাখীরা গান গায় ।
কার ইঙ্গিতে মহীধর আকাশে দিয়ে হেলান ,
কার ইঙ্গিতে পয়োধর জলধী করে পান ।
কার মহিমায় মহীরুহ আকাশ পানে ধায় ,
কার আবেশে বিটপীলতা তরুবরে জড়ায় ।
কার মহিমায় ফুলের মেলা গহীন বনে বনে ,
কার প্রেমেতে মধুপেরা গুনগনে ফুল সনে ।
কার ইচ্ছাতে নদীর বুকে উঠে কলতান
কার ইসারায় কাকলী কূজনে বিহগেরা গায় গান ।
কার করুণায় কন্ঠে মোদের সপ্ত সুরের তান ,
কার করুণায় সমুদ্রের বুকে আসে ভরা উজান ।
কার কৃপাতে মোদের প্রাণে শ্বাস বায়ু বয় ,
কার কৃপায় জন্মভূমি অন্ন বস্ত্র যোগায় ।
কার ইসারায় শিশুর মুখে মিষ্টি মধুর হাসি ,
কার ইসারায় ফুলেরা সৌরভ ছড়ায় ভাসি ।
কার ইচ্ছাতে মাতৃ বুকে শিশু খাদ্য আসে ,
কার মহিমায় নবগ্রহ কক্ষপথে ভাসে ।
কার ইচ্ছায় জন্ম মৃত্যু বিশ্ব চরাচরে ,
ইচ্ছাময়ের ইচ্ছা ছাড়া কে করিতে পারে ।


    ****************
দুপুর - ২ : ০০ টা ।
০৮ / ১০ /২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।