চাষ চরে ফসল ফলায় ফেলিয়ে মাথার ঘাম ,
শ্রমের মূল্য দেয়না তাদের দেয়না ঘামের দাম ।
মাথার ঘাম পায়ে ফেলে করছে যারা চাষ ,
রৌদ্রে পুড়ে জলে ভিজে খাটছে বারোমাস ।
তাদের আমরা রাখিনা মনে করি অবহেলা  ,
তাদের ফলানো ফসল ছাড়া চলে একবেলা ।
বিত্তশালী প্রতাপশালী তাদের মান্যি বেশী ,
শ্রমিক মজুর করে উৎপাদন ফসল ফলায় চাষী  ।
গায়ে গতরে খেটে শ্রমিক করছে উৎপাদন ,
তাদের উৎপন্নের সামগ্রীতেই লুটছে তারা ধন ।
সেই টাকাতেই কিনছে তারা সৌধ বাড়ী গাড়ী ,
ছিটে ফোঁটাও শ্রমিকভাই  ভোগ না করে তারি ।
শাসক নেতা শাসন করে সিংহাসনে বসে ,
সেই গদিই রক্ষা কর মোসাহেবরা এসে ।
প্রজার ধনে ভোগ বিলাস চালায় উজির নেতা মণ্ত্রী ,
প্রজারা শুধু কলূর বলদ টানছে ঘানি নেই খামতি ।
গুলি খাবে পাহারা দেবে দেবে নিরাপত্তা ,
তাদের জীবনের নেই কোন দাম,প্রাণটা তদের স্বস্তা ।
ছবি  দিয়ে বক্তৃতা দিয়ে কিনছে নাম মান ,
যাদের জন্য এতো মান তাদেরই বেলায়  বিধিবাম ।
তাদের যশ মান কেনার বাহাদুরী শ্রম চিন্তা নেই তারি ,
অপরের ঘাড়ে বন্ধুক রেখে হয়েছে তারা বন্ধুকধারী ।


     *********************
রাত্রি - ৯ :০৫ মিনিট।
১১/০২/২১ বৃহস্পতিবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।