এখনো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ,
এখনো মানুষের মনুষ্যত্ব বিকাশের অন্ধকারে !
এখনো আকাশে মেঘের ঘনঘটায় বৃষ্টি হয় ,
এখনো সমুদ্র উপকূল উতপ্ত হয়ে ঝড় বয় !


এখনো বৃক্ষে ফল ধরে লতায় ফুল ফোটে ,
এখনো তটিনী তরঙ্গ বুকে প্রেমের জোয়ার উঠে !
এখনো পৃথিবীর মাটি  উতপ্ত হয়ে প্রলয় হয় ,
এখনো হৃদয় জমিতে প্রেমের রাঙা ফুল হয়  !


এখনো জল ডুবুরি সাগর সেঁচে মুক্তা তোলে ,
এখনো নীল নদে হাঙ্গর কুমির জলে খেলে !
এখনো সাগর বুকে ঢেউয়ের হিল্লোল তোলে ,
এখনো বৃষ্টির জল নামে খালে নালায় বিলে !


এখনো  খুনিদের মনে রক্তের পিপাসা জাগে ,
এখনো গরিবরা দ্বারে দ্বারে ভিক্ষা মাগে !
এখনো চিকিৎসা ও খাদ্যাভাবে মানুষ মরে ,
এখনো বস্ত্রভাবে মানুষ অর্ধনগ্ন হয়ে ঘুরে !


এখনো উচ্চবিত্তরা উচ্ছিষ্ট খাবার ডাস্টবিনে ফেলে ,
এখনো ক্ষিদার জ্বালায় ডাস্টবিন হতে উচ্ছিষ্ট খায় তুলে !
এখনো গৃহ অভাবে গৃহহীন ফুটপাতের উপরে   ,
এখনো স্বভাবে চোর পরস্ব হরনে মতি ধরে !


এখনো  দুষ্কৃতীরা শিশু নারী পাচার করে ,
এখনো সাধু সেজে অনেকে নারী ধর্ষণ করে !
এখনো  সজ্জনেরা অন্ন বস্ত্র গরিবদের দান করে ,
এখনো গৃহস্থেরা মঙ্গলাকাঙ্খায় পূজা করে!
এখনো পাপপুণ্যে ভালোমন্দে পৃথিবীভরে,
এখনো ভালো মানুষ আছে বলে পৃথিবী কক্ষ পথে ঘুরে !
       **************
রাত্রি - ৮ : ২০ মিনিট !
২৩ / ০৮ / ২৩ বুধবার  !
ইঞ্চনাও = সুইজারল্যান্ড ( ইউরোপ )


কবি শরীফ হোসেনের কবিতায় মন্তব্য
করতে গিয়ে এই কবিতা তাঁকেই উৎস্বর্গ করলাম !