মন হলো রঙীন  এলো খুশীর  দিন ,
গৃহবন্দী ছেড়ে আমরা হলাম যে স্বাধীন ।
ছিল সদা মনে ভয় কি হয় কি হয় ,
এসেছে ভ্যাকসিন আমরা হলাম সবে নির্ভয় ।
ছোঁয়াছুঁয়ি সংক্রমণ  দূরত্ব সবই গেলো দূরে,
এবার থেকে স্বাধীন মোরা থাকবোনা আর ঘরে ।
মোরা পরস্পরের থাকবো সাথে রাখবো হাত হাতে ,
সামাজিক দূরত্ব ভুলে থাকবো সবাই সবার সাথে ।
সংক্রমণ আর মৃত্যুর কোন থাকবেনাকো ভয় ,
সবই যাবে দূরে সরে  মোরা থাকবো যে নির্ভয় ।
জীবন থেকে আনন্দ উৎসব সব গেছলো মুছে
এবার আনন্দে ভরলো যে মন ভয় যে গেলো ঘুচে ।
বিশে বিশে "বিষক্ষয় "দূরে গেলো ভয় ,
দুশ্চিন্তা গেলো সরে এলো বরাভয় ।
এলো খুশীর জোয়ার তোমরা ভেবোনাকো আর ,
ঘরবন্দী ছেড়ে আমরা বেরোবো আবার ।
"কোভ্যাশিল্ড "এলো এবার এলো "কোভ্যাকসিন ",
আর কিছুদিন ধৈর্য্য ধর এসেছে সুবর্ন দিন ।
ভ্যাকসিন মোরা পাব সবাই মৃত্যুকে করবো জয় ,
সংক্রমণ আর অকাল মৃত্যুর থাকবে নাকো ভয় ।


  *************************


দুপুর - ১ :৩০ মিনিট।
০৫ /০১ /২১ মঙ্গলবার।
কেরানিটোলা = মেদিনীপুর।