এসেছে ফাগুন
লেগেছে আগুন -
জ্বলছে দ্বিগুন  
মনের  মাঝে ।


বসন্ত কাল
টাল মাটাল
মিষ্টি বাতাস
সকাল সাঁঝে ।


তপ্ত দাহে দগ্ধ
চৈত্রের উতপ্ত -
হলো গা ঘর্মাক্ত
দেহ ভেজা সিক্ত ।


বসন্তের বাতাস
মনে জাগে উচ্ছ্বাস -
মোহময় মধুমাস
ফুলবনে উল্লাস ।


তপ্ত  তপন দাহে  ,
চৈত্রের হাওয়া বহে -
কিংসুকে পলাশে
রাঙা রঙে সাজে ।


***********
দুপুর - ৩ : ১১ মিনিট !
১৯ /০২ /২২ শনিবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !