ফাগুনের আগমনে বসন্তের আহ্বানে
               গাছে গাছে মুঞ্জরীছে মুকুল ,
শাখা পল্লবিত সনে মুকুলিত আম্রবনে
                  নাচিয়া বেড়ায় অলিকুল  ।
শিমুলে রাঙিল ফাগুন পলাশে লেগেছে আগুন
                  প্রেমের আগুন ধরেছে মনে  ,
প্রিয় প্রিয়ারে  চায়  ফাগুনেরোই আঙ্গিনায়
                 দোঁহে চায় দোঁহার আলিঙ্গনে ।
দোলনচাঁপার বনে " দোলন-চাঁপার " সনে
                        প্রেমালাপ করে নির্জনে ,
বিহগ বিহগী সনে বিটপীর বনে বনে
                       কুহু কাকলীর কলতানে  ।
মধুবনে গুন গুন  ঐ বুঝি এসেছে ফাগুন
                      মধূপেরা ধেয়ে যায় ফুলবনে ,
চণ্দ্রকলা চন্দ্রিমা রাতে ফাগুনেরই বসন্তে
                        স্নিগ্ধ শান্ত নিবিড় বন্ধনে ।
বসন্তে হোলী খেলা ফাগরঙে রাঙে বালা
                         রঙে রঙে রাঙ্গিয়ে দিলো  ধরার ধূলি  ।
ময়ূর ময়ূরী সনে মেঘ মৃদুর তানে
                     নাচিছে পেখম তুলে কুঞ্জকাননে ।


  *****************************
সকাল - ১০: ৫৮ মিনিট ।
0১/0৩/২১ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।