স্বার্থসিদ্ধি অর্থলোভী নরপশুর দল ,
ছল চাতুরী করে দেশকে পাঠায় রসাতল ।
মানসম্মান হীন অর্থের পেছনে দৌড়ায় কেবল ,
লাজ লজ্জা নাই তার অর্থই পিতা মাতা সকল ।
অর্থই অনর্থ মানব জীবন করে ব্যর্থ ,
স্বার্থ সুখ খোঁজে শুধু চায় কেবল অর্থ ।
নাচিনে আপন পর নিজের ছাড়া দেখেনা পরার্থ ,
আগে পিছে নাই হুঁশ হয়ে বেহুঁশ শুধু দেখে স্ব-স্বার্থ ।
হলে নিজের সুখভোগ নাই কোন অভিযোগ ,
ভালোমন্দ খাবে নিবে থাকবে সুখে নাই অনুযোগ ।
স্বার্থ অর্থ একসাথে মেতে থাকে দীনেরাতে করে ভোগ ,
অর্থ পাবে সুখে থাকবে রাখবে শুধুই যোগাযোগ ।
ব্যর্থ মনে ব্যর্থ জীবন শুধু যে স্বার্থ নিয়েই মগন ,
একঘেয়েমি স্বার্থ সুখ তখন মূল্যহীন হয় তার জীবন ।
স্বার্থ নিয়ে যে জন মগন বিফল তার মনুষ্য জনম ,
বৃহৎ জগৎ মাঝে সুখে না থাকে ভালো থাকেনা কখন ।
স্বার্থসুখে যেজন থাকে অধিক জীবনে দুর্ভোগ তার অত্যধিক ,
সবার সুখে দুঃখের সাথে থাকে তার অন্তর অতিশয় মানবিক ।
+%%%%%%%%%+
রাত্রি -- ১১ : ১০ মিনিট ।
০৮/০৬/২৫ রবিবার ।
কোলকাতা ।