রাজনীতির বেড়াজ্বালে আইনের বন্ধন ,
আইনের ফাঁক আছে ভেবোনা অকারণ ।
পয়সার খেলারে ভাই সুড়ঙ্গে ইঁদুর গলে ,
ইঁদুরের ভয়েতে পিচকে পালায় ছাগলে ।


নীরব দর্শক  জনগন কী করবে জনার্দ্দন ,
সব বুঝেও বুঝেনা তা সময় যায় অকারণ ।
গতর খাটাও ভুখ মিটাও সেটাই ভালো জীবন ,
পরের লুটে  চর্ব্য চষ্য পথটা  কালো ভীষন ।


সত্যকে করে গোপন মিথ্যাকে করে আশক্তি ,
এ ধরাধামে তার হবেনাকো কখনোই মুক্তি ।
ঈশ্বরে নাই মন মতি তাঁর প্রতি নাইকো ভক্তি ,
তার জীবনে  আছে অশেষ দুর্ভোগ দুর্গতি ।


শ্রদ্ধাভক্তি করেনা মাতা পিতা ও গুরুজনে  ,
তার স্থান নাহি হবে দেখো নরক নামক স্থানে ।
বিবেক হয়েছে বিকলাঙ্গ মানবতা হলো অন্ধ ,
আন্তরিকতা হয়েছে পুঙ্গু কর্তব্য হয়েছে বন্ধ ।


আপন স্ত্রী ত্যায়াগিয়া অপর রমণীতে মগন ,
সে সমাজ সংসার দেশে ঘৃনিত অভাজন ।
নিজেরটা ভোগ করে পরের নিয়ে নিজে ভরন ,
স্বার্থপর লোভী নিজ সংসার করেনা পালন ।

            ******************
রাত্রি - ৯ : ২৭ মিনিট ।
১৯ /০১ / ২৪ শুক্রবার ।
কোলকাতা ।