১৫ ই আগস্ট ভারত স্বাধীন ,
স্বাধীন ভারত হলো নবীন ।


১৯৪৭ সালে ১৫ ই আগস্ট দিনে ,
ব্রিটিসের শাসন হতে ভারত নিল জিনে ।


ব্রিটিস পালাল ভারত হতে সবকিছু ছেড়ে ,
"স্বাধীন ভারত " ধ্বনি ভারতের ঘরে ঘরে ।


ভারত আমার স্বাধীন ভারত ,
আমরা নাগরিক এই ভারতে ।


বুক আমাদের গর্বে ভরে ,
ভারত স্বাধীন হলো ওরে ।


ভারত স্বাধীন আমরা স্বাধীন ,
ঘুচলো মোদের সব পরাধীন ।


ভারত স্বাধীন আমার ভারতবর্ষ ,
স্বাধীন আমরা মনে জাগে হর্ষ ।


ত্রিরংগা পতাকার তলে  ,
মিলব মোরা দলে দলে ।


৭৭ তম  স্বাধীনতা দিবসে   ,
আমরা মিলব সবাই এক সাথে  ।
  
      ************
রাত্রি - ৯ : ৩২ মিনিট !
১৪ / ০৮ / ২৩ সোমবার !
ইঞ্চনাও  = সুইজারল্যান্ড (ইউরোপ )