আজও তো সেই অরুন প্রভাত আবীর রঙে রাঙে ,
ফিরে আসে সেই বসন্ত ফাগুয়ার  অনুরাগে  ।
চাঁদের জোছনা হাসে নীলিমার বুকে ,
তারাগন তারি পাশে আছে কত সুখে ।
এহেন সময়ে যেগো দিশাহারা আমি ,
মাগো তুমি কোথা আছো  গর্ভধারিনী ।
সবই তো সেই আগের মতো চলে নিরবধি ,
তুমিতো এলেনা ফিরে আর ,লুকালে আজ অবধি ।
কোথায় তুমি গেছ মাগো আছ কতদূরে ,
তোমায় ছাড়া মন যে আমার কেমন কেমন করে ।
কোন সুদূরে ,কোন অজানায় ,আছো তুমি মাগো ,
কিসের এতো অভিমান ,কিসের অনুরাগ গো ।
কার  উপর অভিমান করে ,দূরে গেলে সরে ,
এসো ফিরে ,ফিরে এসো ,মাগো এসো ফিরে ।
তোমার মতো আর কে ভালোবাসবে বলো আর ,
তোমার মতো বাসতে ভালো কেউ পারেনা আর ।
না খেয়ে যদি দিন কাটে মা ,শুধায় না কেউ মুখে ,
তোমায় ছাড়া সময় আমার কেমন কাটে দুঃখে  ।
অভিমানিনী আছো তুমি কোথায় বহুদূরে ,
আমায় ছেড়ে আছো মাগো কোন সে সুদূরে ।
স্নেহধারায় ধুইয়ে দাও মা আমার দেহ মন ,
মমতাময়ী মাগো তুমি কোথায় বলো এখন ।
ফিরে এসো ,এসো ফিরে ,মাগো আদুরী ,
স্নেহমাখা কথা যে তোমার মনের মাধুরী ।


         ***************


সন্ধ্যা -৬:২৬ মিনিট ,
৩০/০৩/২০১৯ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।