চাই না আমি নগর ,শহর ,বন্দর ,জনপথ ,
চাই সেই সুশীতল নিবিড় গ্রাম ,অরণ্য সম্পদ ।
চাই না দেখিতে উদ্ভ্রান্ত নগবীর কোলাহল ,জনরব ,
দেখিতে চাই গাছে গাছে কুহু কাকলির কলরব ।
চাই না গ্যাস বাতি ,বৈদ্যুতিক ঝাড় লন্ঠন ,নিয়নের আলো ,
ফিরে চাই সন্ধ্যাবেলা তুলসী তলে প্রদীপ জ্বালে বধূ ভালো ।
চাই না দেখিতে হাল ফ্যাসান পোষাকের ঝিকমিক মেকি রঙ ,
ফিরে পেতে চাই মোটা ভাত কাপড়ের  গ্রাম্য জীবন॥
দেখিতে চাই না অর্দ্ধনগ্ন চমক প্রদ পোশাকের সভ্যতার বাহার ,
দেখিতে চাই যে সেই নিরাভরণ গ্রাম্য বধূর নমনীয় আচার ।  
সহিতে পারিনা আর বাস , ট্রাম , ট্যাক্সি , রেলের , পোঁ পোঁ , ভোঁ ভোঁ , সোরগোল ,
ফিরে পেতে চাই সেই কাদাপথে গোরুর গাড়ীর ক্যাঁচর ক্যাঁচ , ঘর ঘর , মিষ্টি বোল ।
শুনিতে পারিনা আর রাজনীতির তরজা , কচকচানি , ছলা কলার প্রতিদ্বন্দিতা ,
ফিরে পেতে চাই মা ঠাকুমার পুঁথি পড়া , সন্ধ্যা বেলা ঠাকুর দেবতা ।
রাতদিন রাজনীতির জনসভা , জনমত , তরজার  লড়াই ,
ফিরে পেতে চাই বড়দের সন্ধ্যায় গল্প ,জমজমাট আড্ডার বড়াই ॥
চাইনা দেখিতে আর জনসভা , জনমত প্রহসন ,
ফিরিয়ে দাও সেই শ্যামল সবুজ অরণ্য সম্পদ , পাখিদের কাকলী কূজন ।


    🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲


বিকাল _৩:০০টা ।
১৯/১১/২০১৯ মঙ্গলবার ।
কেরাণীতোলা = মেদিনীপুর ।