ফুলের মত দেখতে মেয়ে
                  ফুলেশ্বরী নাম ,
কোন অজানায় যাও গো কন্যা
                   কোন অজানায় ধাম ।


কি খুঁজছো মেয়ে তুমি
              দাঁড়িয়ে একা একা ,
আছে কি কেউ হেথা তোমার
                 করবে তুমি দেখা ?


ফুলেশ্বরী নামটি তোমার
               কোথায় তোমার ধাম ?
মা বাবা কোথায় তোমার
                বাবার কি হয় নাম ?


ভাই বোনেতে খেলি হেথা
            ভাই যে আমার গেলো কোথা ,
ভাইকে খুঁজি পাইনি দেখা  
            তাইতো খুঁজি একা একা  ।


ফুলেশ্বরী নাম হয় আমার
         ভাই বোনেতে খেলি  এধার ,
কোথায় গেছে ভাইযে আমার
             একা একা খুঁজি চারিধার  ।


ভাই যে আমার প্রাণের ও বেশী
             ভাইকে ভীষণ ভালোবাসি  ,
ভাই  বোনেতে  খেলি হাসি
              ফুলের বনে খেলি বসি  ।


কোথায় যাবো কোথায় পাবো
               ভাইয়ের আমি  দেখা  ,
ভাইকে খুঁজতে এসে আমি
               দাঁড়িয়ে হেথা একা ।
          
     ××××××××××××××××××××××
সন্ধ্যা - ৬ : ২৬  মিনিট ।
২৪ / ০৩ / ২৩ শুক্রবার ।
কোলকাতা  ।