কামারপুকুরে জন্ম নিলেন ,গদাধর নাম ,
পুন্যলগ্নে জন্মিলেন ,স্বীয় পিতৃধাম !
কামারপুকুর ধন্য হল ,ঠাকুরের জন্মভূমি ,
তাঁর ভূমিষ্টে পুন্য হল ,কামারপুকুরের ভূমি !
মাতা তাঁর চন্দ্রমণি ,পিতা ক্ষুদিরাম ,
জৈষ্ঠ পুত্র হলেন তাঁদের ,নাম রামকুমার !
১৮ইফেব্রুয়ারী ,১৮৩৬ সাল ,সকালে ,
জন্মিলেন গদাধর ,ধনী কামারনীর ঢেঁকিশালে !                                                                
মা ভবতারিণীর প্রধান পুজক ,চাটুজ্যে বংশ গদাধরে ,
রানী রাসমণি করলেন নিয়োগ ,মা ভবতারিণীর মন্দিরে !
চব্বিশ বছর বয়স গদাধর যখন ,
সারদা দেবীর সাথে হল বিবাহ বন্ধন !
সারদা দেবী ছয় বৎসর ,গদাধর যুবক যখন ,
জায়া তাঁর ছোট্ট মেয়ে ,বালিকা তখন !
পিতা তাঁর রামচন্দ্র  ,মাতা শ্যামাসুন্দরী ,
ব্রাহ্মণ পরিবার তাঁদের ,মুখূজ্জেদের বাড়ী !
১লা জানুয়ারী ,১৮৮৬ সাল,ঠাকুর হলেন কল্পতরু যে যা' চায় ,তাই পায় ,ঐদিন হলে সুরু !
১৬ই আগস্ট ,১৮৮৬ সাল যখন ,
ঠাকুর পরমহংসের দেবের ,হল জীবনা বসান !


           **********
রাত্রি -৮:৩৫ মিনিট !
১৭ /০২ /২০১৮ শনিবার !.
           ডেবরা !