গোবিন্দ গাও মুখে গলে গাও কৃষ্ণ নাম ,
গিরীধারী ,গোগীনাথ ,গোপাল ,গুনধাম ।


গোলকে গোলকপতি  গুঞ্জমালা গলে দোলে ,
গয়াতে গয়েশ্বর হরি পদযুগল গয়াসুরের গলে ।


গুনগুন গুঞ্জনে ভ্রমর গোলাপ কাননে ,
গুড়গুড় গরজে দেয়া গগনে গগনে  ।


গন্ধরাজের গন্ধে সুরভিত গৃহালয় ,
গনেশ গজানন গিরিজাপতি তনয় ।


গিরীশ নাম যার গোবর্দ্ধন গুনধর ,
গোপনারী পূজে যারে তিনিই গোপেশ্বর ।


গুমরি গরজে মেঘ বিজুরী চমকায়  ,
গো-পালের গোধনী সবে গৃহ পানে ধায়  ।


গাঁদা গুলঞ্চ ফুলে গুঞ্জা গাঁথে গোড়মালা ,
গজেন্দ্র গামিনী গীতা জপে জপমালা  ।


গীতগোবিন্দ রচে গীতা মাহাত্যম্  ,
গীতায় গোবিন্দ কথা অনন্ত কথন ।


গৌর হরি নদে গায় গৌউর গুনগান ,
গৌতম গৌরব গীতি গায় অনুপম ।


   *******************
রাত্রি -৮:০২ মিনিট ,
০৩/০৭/২০১৯ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।