দয়াল -----


30 শে ভাদ্র শুক্রবার ,তিথি তালনবমী ,
মূলা নক্ষত্র 7:05 মিনিট সুপ্রভাতে জন্ম নিলে তুমি ।
শিবরাম পিতা তব মাতা মনমোহিনী ,
''হিমায়েৎপুর" পাবনা জেলায় তোমার জন্মভূমি ।
করলে খেলা শৈশবেতে মনমোহিনীর কোলে ,
"ইষ্টনাম "এনে তুমি জগৎ মাতালে ।
দীক্ষাগুরু হলেন তব মাতা মনমোহিনী ,
জগতের গুরু তুমি ওগো  অন্তর্যামী  ।
লক্ষ্মী স্বরূপিনী ষোড়শী তব অর্দ্ধাঙ্গিনী ,
পাতকী উদ্ধার হেতু এলে "দয়াল"রূপে  তুমি ।


  **********************


কৃপা -------


কৃপা করে তুমি এসেছো হে প্রভু
                   এই মর্ত্যভূমিতে ,
অবনীকে তুমি দানিয়াছো আলো
                 মুক্তির পথ দেখাতে ।
অনাচার অবিচারে ভরে গেছে দেশ ,
প্রতিহিংসার আগুন জ্বলছে হেথা -
                   মানুষ হয়েছে মেষ ।
অধর্ম বিনাশিতে প্রভু হইয়াছ "অনুকূল",
"রাধা রাধা "নামেতুফান তুলিয়া
                       রোধিয়াছ প্রতিকূল ।
মুক্তির পথ দানিয়াছ তুমি প্রেমের রশ্মী জ্বেলে ,
পাপী তাপী জনে দেখিবে যে পথ"রাধা রাধা"নাম বলে ।


        ❤💙💛💜💚❤💙💛💜💚❤💙💛💚💜


রাত্রি - 10 :10 মিনিট ।
08 /10 /2007 সোমবার ।
লালগড় = মেদিনীপুর ।