গোধুলীবেলায় পান্থ পাখীরা নীড়ে ফিরে আসে হায় ,
নীল নভোনীলে সুকেশিনীর এলোকেশ হাওয়ায় উড়ায় ।
শূন্য নীড়েতে শ্রান্ত বিহঙ্গ শান্তিতে নিদ্রাভরে আঙ্গিনায় ,
গো-পাল লইয়া গোঠের রাখাল ফিরে গোধুলিবেলায় ।


নিশুতি গগনে তারকার মেলা হাসিছে চাঁদের শোভায় ,
চাঁদ আলাপনে মধুর মিলনে জোছনা জোয়ারে ভাসায় ।
মেঘের সাথেতে শশীকলা হাসি হোলি খেলে সারারাতি ,
পূবদিগন্তে তরুণ তপন উদয়ে  হইল প্রভাতভাতি ।


দূর নীলাকাশে মেঘেরা ভাসিছে কি কহিছে কানে কানে ,
চন্দ্র সূর্য্য তারকা খচিত শোভা মন্ডিত আকাশ কুসুম সনে ।
প্রভাতের সাথে প্রভাতী হাসিছে দুঁহু হাত দোঁহা হাতে ,
উজল প্রভাতে উদয় দিবাকর প্রনমে পুন্য স্নানের সাক্ষাতে ।


গোধূলীবেলায় ধূসর আকাশে পাখীদের আনাগোনা ,
বাসায় ফিরিয়া মিলিবে আসিয়া স্বামী সোহাগের ডানা ।
নীলপাখী নীড়ে ফিরে সোহাগ ভরে ছানাদের বুকে টানে ,
আহার করায় তাদের খাবার আদরে সোহাগে যতনে ।


ডাকে পাখী ছাড়েনা বাসা তারে কয় সেটাই ঊষা ,
প্রভাত বেলায় উড়ে পাখী বাইরে যাবে খাবারের আশা ।


              ***************
রাত্রি - ১০ : ০৪ মিনিট ।
২৫ / ০২ / ২৪ রবিবার ।
কোলকাতা ।