সব আছে সুব্যবস্থা আমার প্রতি রাখ আস্থা ,
রাখ যদি দলে আস্থা হয়ে যাবে কোন ব্যবস্থা ।
তবুও হয়তো কিছু দিবে কড়ি করোনা বাড়াবাড়ি ,
কোথায় কখন কিযে হবে রক্ষা করা হবে জোরদারি ।


দাঁড়াতে হবে ভোটে হতে হবে দলের নেতা ,
ভোটে জেতা নয়তো চাট্টিখানি মুখের কথা ।
এ সব কিছুই খেলাই হয় টাকাপয়সার ল্যাঠা ,
তব পয়সার খেসারত জনগনই বইবে সেটা ।


দেখ ভোটের ভাঁওতা ছেঁড়া কাঁথায় লক্ষ্য টাকা ,
যখন ভাঙে ঘুম এতো স্বপ্ন সত্যি নয়তো এটা ।
স্বপ্ন দেখিয়ে জনগনকে ভুলপথে বোঝায় তা' ,
বুঝেও বুঝেনা দেশের সহজ সরল জনগন এটা ।


বুঝে তঞ্চকতা তবুও আশার আশায় পেছনে থাকে ,
ভাবে যদি থাকলে সাথে বিড়ালের ভাগ্যে ছিঁড়ে শিকে ।
তাই বেকারের দল সদাই ঘরের খেয়ে পেছনে থাকে,
নুন আনতে পান্তা ফুরোয় তবুও আশার আশা নিয়ে বুকে ।


একজনকে দিয়ে কাজ পেছনে পেছনে ঘুরায় যুব সমাজ ,
যুবকরা হয়ে প্রলোভিত দলের পেছনে পেছনে ঘুরে আজ।
ভোট ফুরালো সবে বাড়ী চলো ভোটে জিত কি হার হলো ,
আমিতো চেষ্টিত তোমাদের জন্য না হলে কি করি বলো ।


     **************************
সন্ধ্যা - ৫ : ৫৫ মিনিট ।
২২ / ১১ / ২৩ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।