কোথায় কৃষ্ণ ডাকো মোরে ,
             বাঁশীর সুরে আঁখি ঝুরে ।
থেকোনা কালা দূরে সরে
           মোহন রূপ দেখাও মোরে ।


তুমি মোর কালাকাল
                তুমি মোর শ্যাম ,
তুমি বিহনে আঁধার হেরি
                 দেখা দাও গুনধাম ।


তুমি মোর নয়ন মণি
           হৃদে ধরি তোমায় আমি ,
তোমা বিনে ব্রজভূমি
             যেন হেরি মরুভূমি  ।


ওগো মোর প্রমের ঠাকুর
                ভুলেছো কি ব্রজপুর ,
গোকুলে আছ কি ঠাকুর
                শুনি মোহন বাঁশীর সুর ।


গোকুলে মা নন্দরানী
           আদর করে খাওয়ায় নবনী ,
পূতনা বধিলে তুমি
              বলিরে দেখাও পাতালভূমি ।


ওহে ও নিঠুর কালা
                গলে দোলে বনমালা ,
কালী ছেড়ে হলে কালা
                ডাকে তোমায় ব্রজবালা ।


           **************
দুপুর - ১:৪৯ মিনিট  ।
০৫ / ০২ / ২৪ সোমবার ।
কোলকাতা ।