হৃদয়ের ভগ্নদ্বারে কেগো তুমি দাঁড়াইয়ে ,
কি মাগিছ আমার দ্বারে মুখে বাক নাহি স্বরে ।
চিনি চিনি মনে করি চিনিতে না পারি তোমারে ,
দাও তব পরিচয় কেন এলে এ সময়ে  মোর দ্বারে ।


মস্তক'পরি জটা গেরুয়া বসন কোটি উপরি ,
স্কন্ধে তব উপবীত  হর কি হরি চিনিতে না পারি ।
হেরিয়া জুড়ায় পরান মনে হয় বক্ষপরে জড়ায়ে ধরি ,
স্মিত হাসি চক্ষু যুগল হেরি রুধিতে নারি নয়ন বারি ।


চন্দনে চর্চিত তনু হেরি আননে চন্দ্র ভানু পুলকিত মন ,
সুগন্ধে ভরে দিক আলোকিত যেন দিব্য ছটাতে নন্দন ।
কে তুমি করিলে হরণ আমার প্রাণ মন জীবন মরণ ,
ইহ কাল পরকাল বিছাইয়া জটাজ্বাল আনন্দে সদাই মগন ।


রেখোনা মনে সংশয় দাও মোরে পরিচয় ,
অসময় করিলে দয়া ওগো প্রভু দয়াময় ।
নাই তোমার দয়ার অন্ত কোরনা আমারে ভ্রান্ত ,
লয়ে চল সঙ্গে তোমার  জীবন মন কর শান্ত ।


অবুঝ এই হিয়া আমার  হয় আনমন ,
কখন করিগো তব চিন্তা স্বার্থেতে মগন ।
অজ্ঞান তিমিরে আবদ্ধ তুমি দাও জ্ঞানাঞ্জন ,
যেন জ্ঞান চক্ষু দিয়ে তোমায় নেহারী অনুক্ষন ।


      *****************