এসেছিলাম করতে সওদা ,
শেষ হলে কেনা বেচা -
বাড়ী ফিরে যাবো সোজা ,
সন্ধ্যা হলে জীবন অন্তে ।


শেষ হয়ে এলো বেলা ,
শেষ হলে পথ চলা ।
বসে থাকি পথ শেষে ,
ফিরিব আপন দেশে ।


দেহ ক্লান্ত হয়ে আসে ,
কখন যে ফিরিব দেশে ।
অপেক্ষাতে আছি বসে ,
কখন যে আসবে সে ।


নৌকা বাঁধা আছে ঘাটে ,
বসে আছি নদী তটে ।
রয়েছি শুধু অপেক্ষাতে ,
কখন তুমি আসবে নিতে ।


হাটের শেষে ক্লান্ত দেহে ,
ফিরিব কখন আপন গেহে ।
এসো গো ঘাটের নেয়ে ,
তরী  খানি নিয়ে বেয়ে ।


আছি  বৈতরনী  তীরে ,
ফিরিব আপন ঘরে  ।
আসবে যখন পারের নেয়ে ,
সোহাগে তুলে যাবে নিয়ে ।


×××××××××××××××××××××
রাত্রি - ৮ : ৩৫ মিনিট ।
২৫ / ০৪ / ২৩ মঙ্গলবার ।
কোলকাতা ।