সুখ  সাগরের  তীরে ,
        মুক্তো মাণিক  ঝরে ।
মনটা তারই তরে ,
           ঘুরে ঘুরে মরে  ।
চাই যে আরো সুখ ,
            সুখে ভরেনা বুক ,
আরো বাড়ে দুঃখ  ,
             যতই করে সুখ সুখ  ।
সুখ যে কর্ম ফল ,
                 কর্মই হোল বল ,
কর্ম কর সকল ,
             সুখ হবে সফল ।
কর্মের নাম সুখ ,
              তাতে বাড়েনা অসুখ।
কর্মই চির সুখ ,
               আলস্যের নাম দুঃখ ।
সুখের বর্ম কর্ম ,
                 কর্মে নাই ধর্ম ,
ধর্ম বাড়ায় অকর্ম ,
               ভেকধারী জানে ধর্ম ।
কর্মে নাই ছোট বড় ,
             তাতে বাড়ে মনে দৃঢ় ,
সব কর্মই বড়,
             অকর্মন্য কথায় দড় ।
কর্মে আছে সুখ,
             তাতে বাড়েনা দুঃখ ,
দুঃখেই মনের অসুখ ,
                 কর্মই আনে সুখ   ।
সুখ সুখ করে মরে ,
            সুখ থাকেনা ঘরে ,
অটুট শ্রম করে ,
             সুখ যে ঘরে ভরে ।
  
       ***************
দুপুর - ২ : ৫৫ মিনিট !
০৯ /০৮ /২১ সোমবার !
রবীন্দ্রনগর =মেদিনীপুর !