হাসছে আকাশ হাসছে বাতাস হাসছে চন্দ্র তারা ,
হাসছে সূর্য হাসছে ভূবন পাহাড় সাগর সাহারা ।
কলকলিয়ে ছুটছে নদী কোন সাগরের  টানে ,
আকাশ পানে উড়ছে পাখী নদীর কলতানে ।
উর্দ্ধপানে পাহাড় শিখর আকাশ ছুঁতে  চায় ,
ঝরঝরিয়ে ঝর্ণা নামে  পাহাড় চূড়া  বায় ।
চারিদিক শাল পিয়ালে ঘেরা সবুজ বনভূমি ,
সর্ষেফুলের চাদর বিছিয়ে মাঠের ক্ষেত জমি ।
প্রভাত বেলা ঘাসের আগায় শিশির কণা বিন্দু ,
পূব আকাশে অরুণরাগে  শিশিরে  অরুণ ইন্দু ।
মৌমাছিরা গুনগুনিয়ে ফুলের বনে মধু খেতে যায়  ,
ভ্রমর রানী গান শুনিয়ে ফুলে ফুলে  ঘুরে বেড়ায় ।
ফড়িং রানী তিড়িংবিড়িং ঘাসের 'পরে করে লাফালাফি ,
রঙীন পাখনা মেলে প্রজাপতি ফুলের 'পরে করে দাপাদাপি ।
মক্ষিরানী ফুলেরবনে গোলাপ সনে করছে কানাকানি ,
কে জানে কারে মন দেওয়া নেওয়ার হচ্ছে জানাজানি ।
আকাশ জুড়ে মেঘের মেলা লুকোচুরির চলছে খেলা ,
সন্ধ্যাবেলা আকাশ পারে চাঁদবুড়ি তারাদের ওই মেলা ।
    
            ×××××××××××××××××××××××
সন্ধ্যা - ৫ : ৪০ মিশিট ।
১৪ / ০২ / ২৩ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।