আকাশে চন্দ্র তারা হাসে
সূর্য্য হাসে পূবে ,
ফুলের বনে অলি হাসে
মধু খাওয়ার লোভে ।
                        মাকে দেখে খোকা হাসে
                        মায়ের কোলে যাবে ,
                         ধানের খেতে চাষী হাসে
                          নূতন ফসল পাবে ।
বর্ষা দেখে নদী হাসে
ঊর্মি দোলায় দোলে ,
খাল বিল নালা হাসে
মাঠে ঢেউ খেলে ।
                     সাগর দেখে নদী হাসে
                       মিলবে তারই সাথে ,
                       মেঘকে দেখে বাষ্প হাসে
                        মিলবে তারই পথে ।
ভোরের আলোয় পাখী হাসে
আনতে যাবে আহার ,
রাস্তাতে রিক্সাওয়ালা হাসে
করবে টাকার যোগাড় ।
                           পৌষ মাসে পৌষ মেলা
                             কতই হবে মজা ,
                             কতই চলে হাসি খেলা
                             খাবে পাঁপড় ভাজা ।


                ****************
বেলা -- ১১ : ৫৭ মিনিট !
০১ /০২ /২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !