বোধ হত্যা বুদ্ধি হত্যা ,হত্যা জ্ঞান বিচার ,
মাতৃ হত্যা শিশু হত্যা ,হত্যা ধর্মাচার  ।
কর্তব্য হত্যা বিবেক হত্যা ,হত্যা সমাজাচার ,
মন হত্যা হুঁশ হত্যা ,হত্যা ন্যায় বিচার  ।


দায়িত্ব হত্যা মনুষ্যত্ব হত্যা ,হত্যা মানবিকতার ,
মা বোনের সম্ভ্রম হত্যা ,হত্যা মানবাধিকার ।
চরিত্র হত্যা সম্মান হত্যা ,হত্যা লজ্জার ,
সৎ হত্যা সতীত্ব হত্যা ,হত্যা ন্যায় আচার ।


সুখ হত্যা শান্তি হত্যা ,জিয়ি থাকে কামনা লালসা ,
সম্পর্ক হত্যা আত্মীয়তা হত্যা  ,চাই শুধু টাকা পয়সা ।
গরীব হত্যা ভিক্ষারী হত্যা,হত্যা সততার ,
ফুটপাতে পথে ধর্ষিতা নরী নেই তার প্রতিকার ।


মুখোশধারী নরপিশাচ হত্যা করে শান্তি ,
মা- বোনের ইজ্জৎ লুটে নেই কোন খামতি ।
দ্বিপদ নরপশু শ্বাপদের ন্যায় কামনার ভরপুর ,
যথা তথা ছিঁড়ে খায় নারী জাতির শরীর ।


শিশুবালিকা ,বৃদ্ধা ,মাতৃস্থানীয়া ,নেই কিছু বিচার ,
ভদ্র মহোদয়  প্রমাণ লোপাট করে ,করে সুবিচার  ।
নারীর গর্ভে জন্মরে তোর নরীকেই করিলি অপমান ,
নারীই তোর মা বোন ,নেই কিরে তোর বিবেকের দংশন !


খামতি  > ঘাটতি ,কম ।
*********************
বিকেল -৪:২৬ মিনিট ।
০৯/১০ /২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।