হে কবি তোমার কলমের ডোগায় এক মহান সৃষ্টি "কবিতা ",
জানি তুমি কবিতা রচনা করে অন্তরালে থাক ।
ছন্দ ,শব্দ ,বাক্য ,নিয়ে রচিত হয় "কবিতা ",
শব্দ ,ছন্দ ,বাক্য ,মিলিয়ে কবি প্রাণ দেন ,সুমধুর করেন-সেই অনুপম " কবিতা "।
কবিতার ছন্দ লাগে দ্বন্দ্ব ,আবার মনে জাগায় আনন্দ  ,
কবিতা কথা বলে ,হাসে ,খেলে ,মন ভোলায় ।
কবিতা অকারনে হাসেনা ,অকারণে কথা বলেনা ।


মনের মাধুরী ,শব্দের চাতুরী ,প্রাণের আদুরী ,
শব্দের  পারিপাট্যে ভরে তোলে অপরূপ ছন্দিমা ।


ফিরিয়ে দেয় কিশলয়  শৈশব ,দুর্দান্ত কৈশর আর যৌবনের উপবন ,
মনে জাগায় অনাবিল আনন্দ ,আর ভরিয়ে দেয় মন কানায় কানায় ।


কবির সৌখিন কারুকার্য্যে ফুটে ওঠে কবিতার সৌন্দর্য্য ,
কবি যখনি হাসায়  তখনি হাসে কবিতা ,
যখন কাঁদায় -তখনি কাঁদে ,আবার আনন্দে উচ্ছলায় ।
আবার  বিমর্ষ প্রাণে হর্ষ জাগিয়ে তোলে  ।


উৎসাহ জাগায়   প্রাণে ,বাঁচার  স্পৃহা যোগায় ,
মণের কোণে জাগে আশার বানী ।


তাই - নব আনন্দে জাগো -আন নূতন প্রভাত ,
কাটিল দুঃখের দিন ,কাটে জীবন সংঘাত  ।।  


               *************