জলধরের বুকে যেমন সৌদামিনী লুকায় ,
গিরিধর কোলে তেমন তটিনী বয়ে যায় ।
যমুনার বুকে উচ্ছ্বাসে তটিনী তুফান তোলে হায় ,
বিজলী চমকিয়ে তেমতি পয়োধরের মধ্যে লুকায় ।


জীবনের ভেতরে একটি সুন্দর হৃদয় জেগে রয় ,
ঝঞ্ঝা ঝটিকা বয় ধরনী উপর অবনী কত সঝ্য করয় ।
বিরহিনী রাধা কৃষ্ণ বিরহে আঁখিলোরে বুক ভাসায় ,
বসুন্ধরা রক্ষিতে শ্রীকৃষ্ণ দশঅবতার রূপ ধরিলেন তথায় ।


বীজের ভেতর বিশাল বৃক্ষ শান্তিতে যেমন থাকে সুপ্ত ,
মাতৃ জঠরে  তেমন একটি ভ্রুণ নিরাপদে থাকে ঘুমন্ত ।
নীলাকাশ যেরূপ সূর্য চন্দ্র দৈনন্দিন হয় উদয় ও অস্ত ,
সেইভাবে পৃথিবীর চারিদিকে ৩৬৫ দিন ঘোরে অবিরত ।


দিন আসে রাত যায় আবার রাত দিন আসে যায় ,
দিন মাস ছয়ঋতু ক্রমান্নয়ে বৎসর অতিক্রান্ত হয় ।
জলধর যেমতি দিঘীতে জলধি ভেতরে অবাধে লুকায় ,
প্রভাকরের প্রভাদানে মিশকালো আঁধার তেমনি পালায় ।


ভাল মন্দ সৎ অসৎ সংমিশ্রনে বিশ্ব সংসার চলে অবিরত ,
সুখ ও দুঃখ জড়িয়ে থাকে দুই ভাই পাশাপাশি সহমত  ।
এক আসে  এক যায় সংসার ঘোরে অবিরাম চক্রবৎ ,
বারোমাসে তেরপার্বন  আনন্দে সদা মগ্ন মনুষ্য জগৎ ।


         **************
রাত্রি - ৪ : ৩৫ মিনিট ।
১৭ / ০১ / ২৪ বুধবার ।
কোলকাতা ।