হিমেল হাওয়া বইছে  ধীরে ,
শীতের কাঁপন আসছে ফিরে ।
হালকা শীতে হিমেল হাওয়া  ,
শীতের আমেজ লাগলো ছোঁয়া ।


কার্তিকেরি শেষ মাসে ,
হিমেল হাওয়া আসছে ভেসে ।
লাগছে গায়ে শীতের ছোঁয়া ,
শীতের বস্ত্র  গায়ে নেওয়া (র) ।


নলেন গুড় পিঠে পুলি  ঘরে ঘরে ,
পায়েস ,পাটি সাপটা ,তৈরী করে ।


মুড়ির সাথে বেগুন পোড়া ,
এই খাবারের নেইকো জোড়া ।
তেল ,নুন ,লঙ্কা ,মেখে তাতে ,
যদি থাকে জলখাবারের পাতে ।


শীতের রৌদ্রে পিঠ এলিয়ে ,
মুড়ি  বেগুন পোড়া খায় জমিয়ে ।


অঘ্রানেতে আমন ধানে হবে নবান্ন ,
নূতন ধানের নূতন চালে হবে পলান্ন ।
মা লক্ষ্মীর ভোগ দেয় নবান্নের ক্ষনে ,
কত শতই ভক্তজন আসে সেই দিনে ।


পায়েস ,পিঠে,ভাজা-ভুজি ,আরোও  কত কি  ,
সবাই বসে প্রসাদ খায় ,গাঁয়ের বৌ -ঝি ।
পূজো শেষে হলে নবান্নের প্রসাদ বিতরণ ,
বয়োজৈষ্ঠ্যরা সবার শেষে করেন প্রসাদ গ্রহন ।


               ***********
দূপুর -২:৫৫ মিনিট ,
১০/১১/২০১৮ শনিবার ,
কেরাণীটোলা - মেদিনীপুর ।