না, না, না, দোহাই তোমায় ----
রঙ দিওনা  আমায়, হরি,
ভিজিবে মোর নীল শাড়ী।
কি করে ফিরিব বাড়ী ।
রঙে  রঙে ভিজিল শাড়ী,
কাঁখেতে মোর গাগরী ।
মারিও না পিচকারী ।
ছিঃ, ছিঃ, কি কর, কি কর---
কি কর, কি কর, কানাই,
আমি লাজে মরে যাই।
কি করে ফিরিব বাড়ী,
দেখবে যত ব্রজনারী ।
আছে শ্বাশুড়ী, ননদী ঘরে,
কিবলে বুঝাবো তাদেরে ।
ছাড়ো, পথ  ছাড়ো মোর----
রঙ দিওনা শ্যাম,পথ ছাড়ো মোর,
আবীরে, রঙে মোরে রাঙাইওনা আর ।
ভিজিল শাড়ী রঙে,
লাগিল রঙ মোর অঙ্গে ।
কেমন কোরে ফিরি ঘরে,
ভিজে শাড়ী রঙ ঝরে ।
শ্বাশুডী়,ননদী ঘরে,
গঞ্জনা দেয় মোরে ।
কি করে ফিরিব ঘরে,
কাঁপে অঙ্গ থর্ থরে ।
দিওনা,দিওনা রঙ,দিওনা এখন----
দিওনা এখন রঙ,
মোর ভিজিল বসন ।
পথে পথে যাইব ঘর,
ভিজিওনা বসন মোর ।
নিলাজ, নিঠুর,নাগর কানাই------
বসন ভিজিল মোর ,কি করি উপায়,
ব্রজবাসীগন সবে,নিরক্ষিবে আমায় ।
এখন-- ,আবীরে  ,রঙে ভরে,
কেমনে যাইব ঘরে ।
আমি কি করি উপায় হরি ,
বলে দাও হে বংশীধারী ।
<<<<>>>>
   ০৬.০৩.২০১৭ সোমবার
  দূপুর: ২:১০ মি: ডেবরা