আমার  হৃদয় মাঝে লুকিয়ে ছিলে -
           তাইতো তোমায় পাইনি ,
অন্তর মন্থন করে এসো তুমি বিশ্বপুরে -
        মোহন রূপ দেখাও এবে তুমি ।


তুমি শক্তি ,তুমি মুক্তি,
         তুমিই সচ্চিদানন্দ ,
তুমি আনন্দ ,তুমি হৃদয়ানন্দ ,
               তুমিই চিদানন্দ ।


তুমি সৃষ্টি ,তুমি স্থিতি ,
          তুমি কর লয় ।
তুমি ঝঞ্ঝা , তুমি প্রলয় ,
          তুমিই বরাভয়

তুমি আছ অন্তরে ,তুমি আছ বাহিরে ,
                     তুমি সর্বময় ।
তুমি আছ শিশুর হাসিতে ,পিতার অন্তরে ,
                     মায়ের বুকে বিশ্বময় ।


তুমি কখনো অনিলে ,কখনো অনলে ,
                  কখনো বা নভোনীলে ।
তুমি খনেক সলিলে ,  খনেক বা স্থলে ,
          তুমি বিশ্বরক্ষ হরি , থাক প্রাণের কল্লোলে ।


হৃদয় স্পন্দিত ক্ষনে  ,জাগো হৃদয়বনে ,
           কোথা তুমি হে নারায়ণ ।
আজি এই দুর্দিনে ,এসো তুমি এ ভূবনে ,
           সখা তুমি দেব জনার্দন ।


           ****************
দুপুর -২:৪৫ মিনিট ।
২৩/০৩/২০২০ সোমবার ।
কেরাণিটোলা =মেদিনীপুর ।