আপন আপন করিস আপন
                কেউ তো রে তোর নয় আপন,
যারে তুই বলিস আপন
                  সে কখনোও নয় আপন  ।

যার জন্য করিস চুরি
              সেই তো রে বলে চোর  ,
আপন  বলে ভাবলি যারে
                সেই তো রে নয় তোর  ।

মনের মতন মানুষ পেলে
               করি রে তারে আপন  ,
একমাত্র জগৎ পতি
             সেই তো রে তোর আপন  ।

তারই মহিমায় জগৎ সংসার
             তিনি না চলালে হোত যে অসার।
তাঁর ইচ্ছাই জগতের সার
             নইলে থাকতোনা জগৎ সংসার  ।

ইচ্ছাময় তিনি উদ্ধার হরি
            তাঁর ইচ্ছা কে বুঝতে পারে  ।
যখন যারে ইচ্ছা করেন
             হয় ডুবান নয় নে যান পারে  ।

তিনিই সৃষ্টি পালন করেন  
              দীনে হীনে রক্ষা করেন ,
তিনি যদি ইচ্ছা করেন
              সৃষ্টির ধ্বংস করতে পারেন  ।
          ***********
সন্ধ্যা -  ৫ :২৯ মিনিট  ।
২১ /০৮ / ২৪ বুধবার  ।
কোলকাতা  ?