জাগো নবারুণ আলোর প্রভাতে ,
জাগরণ আসুক নবীন ঊষাতে ।
বিহগেরা ডাকে ঊষার আলোতে ,
পাতায় মিতালি পুষ্পে অলিতে ।


মৃদু সমীরণ ধিরিধিরি বায় ,
বিহগেরা শাখে উড়িয়া বেড়ায় ।
স্বচ্ছ সলিলা ঊর্মি দোলায় ,
হংস মিথুন খেলিতেছে তায় ।


সাগর হইতে ভরিয়া গাগরী ,
নীরদ নবঘনে চলে সারিসারি ।
ভরিতে গাগরী চলিছে নাগরী ,
মনের আবেশে ডাকিছে দাদুরী ।


সরসীর জল করে টলমল ,
সোহাগে নলিনী করে ঢলঢল ।
নব আনন্দে ডাকে ভেক দল ,
মাছরাঙা বৌ করে কোলাহল ।


নব জলধর উঠিছে মাতিয়া ,
শিখন্ডী নাচে পেখম তুলিয়া ,
নব কিশলয় উঠিল জাগিয়া ,
পিকদল গাহে হৃদয় ভরিয়া ।


নব আনন্দে জাগুক প্রভাত ,
দূর  হয়ে যাক অমার এ রাত ।
নব উল্লাসে ঝরুক প্রভাত ,
বিষাদ শূন্য হোক এ জগৎ ।


*************
দুপুর - ১২ :০০ টা !
০৬ /০১ / ২২ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !