মাগো সারদামণি তুমি জগৎ জননী ,
জগৎ বরেন্যা তুমি  জগৎ শ্রেষ্ঠা রমণী ।


জননী সারদাদেবী তুমি  জগতের মাতা ,
শ্রীরামকৃষ্ণ পতি তোমার পরম দেবতা ।


জয়রামবাটিতে জন্ম তোমার বাঁকুড়া জেলায় ,
হুগলী জেলার কামারপুকুরে তোমার শ্বশুরালয় ।


শ্যামাসুন্দরীর  রামচন্দ্র মুখোপাধ্যায়ের দুই কন্যা ও পাঁচ পুত্র সন্তান ,
সারদা  কাদম্বিনী দুই কন্যা ,বরদা প্রসন্ন কালীপ্রসাদ উমেশ অভয় পাঁচ পুত্রের নাম ।


মা সারদার পিতা ছিলেন যজন যাজন একনিষ্ঠ দরিদ্র ব্রাহ্মণ ,
অতি দরিদ্র তিনি  চাষ বাস দেবতার পূজা পদ্ধতিতে ছিলেন নিমজন ।


১৮৫৩ সালে ৯ ই ডিসেম্বর  মা সারদা করেন জন্মগ্রহন ,
ক্ষেমঙ্করী ডাক নাম মা সারদার এই নামেই ডাকে সর্বজন  ।


রাশি অনুআয়ী মা সা'রদার নাম রাখা হয় "ঠাকুরমণি "
"ঠাকুরমণি " রাশি অনুযায়ী নামে পরিচিত সারদামণি ।


২০শে জুলাই  ১৯২০ সালে মা সা'রদা করেন পরলোক গমন ,
কোলকাতায় উদ্বোধন ভবনে জননী সারদার হয় দেহাবসান  ।


             ××××××××××××××××××××××××××××
রাত্রি  - ১০ : ০০ টা ।
০৫ / ০৪ / ২৩  বুধবার ।
কোলকাতা ।