স্বর্গ ,মর্ত্য ,পাতালে , উঠে আলোড়ন ,
আনন্দে নাচে সবে ,নাচে হৃদয় মন ।
                       মথুরার কারাগারে বন্দী মাতা দৈবকী ,
                         বসুদেব বন্দী সেথায়,দৈবকীর পতি ।
শ্রাবণের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি ,
কারাগারে জন্ম নেন কৃষ্ণ মহামতি ।
                            আনন্দে উথাল পাথাল করে ত্রিভূবন ,
                             স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগন ।
ঘনকালো গভীর নিশা ,বৃষ্টি বজ্রপাত ,
তৎক্ষণাৎ  দৈববানী হইল অকস্মাৎ ।
                               গোকূলেতে নন্দরানী তথায় মা যশোদা ,
                                জন্মদেন কন্যা এক নাম দশভূজা ।
শ্রীকৃষ্ণরে লয়ে যাও যশোদার নিকট ,
শ্রীকৃষ্ণেরে দিয়ে  যোগমায়া আন তৎক্ষনাৎ ।
                                ঝুড়ি মধ্যে শ্রীকৃষ্ণেরে লইয়া তখন ,
                                 বসুদেব ভরা যমুণা পার হয়ে যান ।
মুশলধারে বরিষণ ,বজ্রপাত হয় ,
কারাগারে প্রহরীরা ঘুমেতে ঢুলায় ।
                                 বাসুকি নাগ ফণা ধরেন শ্রীকৃষ্ণ মস্তকে ,
                                  না ভিজে কৃষ্ণের মস্তক ,দেহ ,ঘন বরষাতে ।
যমুনায় বসুদেব দেখিবারে নাহি  পান পথ ,
শৃগাল রূপ ধরে ধর্ম তাঁরে দেখান পথ ।
                                     পিছে পিছে যান বসুদেব ,শৃগাল দেখায় পথ ,
                                     ভরা উজানে যমুনা পার হন কোনমত ।
কৃষ্ণ লয়ে যান বসুদেব নন্দের আগারে ,
যশোদারে দিয়ে কৃষ্ণে ,আনে যোগমায়ারে ।
                                       যোগমায়া লয়ে  বসুদেব আসেন কারাগারে ,
                                        দৈবকীর কোলেতে দেন যোগমায়ারে  ।
সংবাদ পাইয়া কংস আসেন কারাগারে ,
কোল হইতে ছিনাইয়া যোগমায়া ,আছাড়েন পাথরে ।
                                        অকস্মাৎ যোগমায়া রূপ করিয়া ধারন-হইল আকাশবানী,
                                     "তোমারে বধিবে যে ,গোকূলে বাড়িছে সে,"শোন কংস নৃপমণি


বেলা-১০ঃ০৫ মিনিট ,
১২/০৭/২০১৮ বৃহস্পতিবার ,
           ডেবরা ।