সংসারের  জ্বালায় জ্বলে
             বাড়ে মনে শক্তি ,
ঠাকুরের নামে জাগে
           জাগে মনে ভক্তি ।


সন্ন্যাসী সংসার ত্যাগে
    সংসারের জ্বালায় মুক্তি পাবে বলে ,
ভালোবাসায় বাড়ে প্রেম প্রীতি
                        সর্বত্যাগী  হলে ।


তাপের জ্বালায় দেহ পুড়ে
                   জ্বলে ধরার সর্বজন ,
কিজানি গরমের জ্বালায় দগ্ধে
                     মানুষ বাঁচবে কতক্ষণ ।


সবে  তাইতো তোমায় ডাকি ওহে রক্ষ হরি ,
             সবাই আছে বসি বৃষ্টির আশা  করি ।
তাপের জ্বালায় হয় খরা যদি না হয় বৃষ্টি ,
             নদী নালা ফাটা ফাটা হবে নাকো কৃষ্টি ।


দেহ জ্বলে মন জ্বলে জ্বলে জীবন যৌবন ,
               প্রেমের আগুনে জ্বলে শ্রীরাধার মন ।
বৃন্দাবনে ব্রজগোপীনি জ্বলে কৃষ্ণের কারণ ,
               যমুনায় স্নান করতে নামে থুইয়া বসন ।


বসন থুয়ে স্নান করিতে নামে যমুনায় ,
            সেই ক্ষণেতে বসন হরে জ্বালায় ব্রজবালায় ।
রাধিকারমণ হরির জ্বালায় জ্বলে ব্রজনারী ,
             চটুল কৃষ্ণের জ্বালায় ডাকে রক্ষ হে শ্রীহরি ।


একি জ্বালায় জ্বলছি আমি ,
                জানেন সেতো অন্তর্যামী ।
এ জ্বালা জুড়াও ওহে স্বামী ,
                অগতির গতি সেতো তুমি ।


      ×××××××××××××××××××××××××××
রাত্রি - ৯ : ৩৬ মিনিট ।
২৫ / ০৪ / ২৩ মঙ্গলবার ।
কোলকাতা ।