জ্বল জ্বল জ্বলে কপালেতে জননীর টিপ ,
জীবন প্রদীপ জ্বলে ধিক ধিক ধিক  ।


জীবন জোয়ারে জ্বলে  দুরন্ত যৌবন ,
জোয়ারের টানে জাগে সমুদ্র যেমন ।


জ্বাল দিয়ে  মাছ তোলে জীবন জেলে ,
জোড়া জোড়া মাছ তোলে জলে জাল ফেলে ।


জলাশয় থেকে জল বয়ে চলে যায় ,
জিয়ল মাছ সব জলেতে ভাসায় ।


জোনাকিরা জ্বলে গাছে থোকায় থোকায় ,
জলন্ত আগুন জাগে জঙ্গলের গায়


জ্যোতি , জলি ,জগ নিয়ে জল আনতে যায় ,
জীতু ,জয়া ,জগদ্বীশ , সেই জল খায়  ।


জয়ন্ত ,জবা ,জয়ন্তী ,জুলী ,যাবে জনতার বাড়ী ,
জয় জয় জগন্নাথ ,বলে জয় জগন্মাতা ,জয় হরি ।


জানকী রঘুনাথ জায়া জনক রাজ নন্দিনী  ,
জঁগন্মাতা জীবন রাম ,কুশী লব জননী ।


জলন্ত আগুনে জ্বলে জীবন্ত যৌবন ,
জনতার জয়রথ জাগে জল  পদ্মপাতায় যেমন  ।


           ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
               ⚡⚡⚡⚡⚡⚡⚡
                 ⚡⚡⚡⚡⚡
                       ⚡⚡⚡
বিকাল -৪:৩২ মিনিট ॥
০৫ / ০৮/২০১৯ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।