মেঘ ধরেছে ,ঝড় উঠেছে ,আসবে বুঝি বৃষ্টি ,
মেঘের কালো আঁধার হল ,ভাসলো সারা সৃষ্টি !
বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে গায়ে বিঁধছে কাঁটা ,
ঝড়ের বেগে বৃষ্টি নামে গায়ে দিচ্ছে কাঁটা !
কালো মেঘে হানছে বাজ ,বিজুরী চমকায় ,
চোখের আঁধার ঘুচে গিয়ে চোখ ধাঁধিয়ে যায় !
বৃষ্টি এলো সাঁঝের বেলা ,ঘরে ফিরে যাবার বেলা ,
পথের 'পরে জল ছুটেছে আমি চলি একেলা ,
ঘ্যাঙর ঘ্যাঙ ডাকছে ভেক পথের দু'পাশে ,
একা পথে ফিরছি আমি ,কালো নিকষে !
ঘরে আমি ফিরছি যখন গা ছম ছম ছম ,
যখন ফিরি ঘরে দেখি রাত নিশুতি নিঝুম !


               ************


রাত-১০ : ১৮ মিনিট ,
১৮/০৯/২০১৮ মঙ্গলবার ,
অলটেন - সুইজারল্যান্ড  !