আসে "যশ" মানেনা বস অতি ভৈরব হরষে  ,
ভয় হয় কিযে হয় এসে গেলে একেবারে সকাশে ।
ভেঙ্গে চুরি ঘর বাড়ী তাথৈ তান্ডব নৃত্য করি ,
শাখা ভাঙ্গি বৃক্ষ উপাড়ি জলোচ্ছ্বাস বারি আছাড়ে পড়ি ।
ধারণার বহির্ভূত কখন যে হবে  আবির্ভূত ,
অনিবার্য্য বিপদ সংকেত উৎকন্ঠায় প্রাণ কন্ঠাগত ।
সরকার মহোদয় ব্যাবস্থা নিয়েছেন  সমুদয় ,
ঔষধ পত্র ,নিরাপদ ,নিরাশ্রয়দের  আশ্রয় ।
ত্রাণ টিম আছে তৈরী ব্যাবস্থা নেবে তড়িঘড়ি ,
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করবে তাড়াতাড়ি ।
পাবে আশ্রয় বাড়ী ,খাবার ,কাপড় যা কিছু ৮ জরুরী  ,
ধেয়ে ধেয়ে আসছে "যশ" সাবধানে থাকা দরকারী ।
ঘর ছেড়ে যাবেনা ,গাছের তলায় দাঁড়াবেনা ,বিদ্যুতের
তার খুঁটি ছোঁবেনা ,
এইগুলি মনে রেখে সতর্কে থাকলে জীবনহানি হবেনা  ।
সরকারের এই ঘোষনা সবাই থেকো সচেতনা ,
বিপদের আশঙ্কা ভয় সেখানে কেউই  থেকোনা  ।
সরকার রয়েছেন সবকিছু ত্রাণ সামগ্রী নিয়ে তৈরী ,
যতই "যশ" ধেয়ে আসুক  সাধুক না  সে বৈরী ।


         *****************
রাত্রি - ৮ :২২ মিনিট।
২৪ /০৫ /২১ সোমবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।