ঝটিকা প্রবাহ হয়্ বাউল বাতাস ,
চারিদিক লন্ড ভন্ড ,প্রলয় উচ্ছ্বাস !
ঝটিকার সাথে মিশে ধূলিকণা ,
রুদ্র জটাজ্বাল যেন বিছায়ে বিছানা !
সমীরণ শন্ শন্ করিছে হুঙ্কার ,
ঘুর্ণীবর্ত যাহা পায় তাহা তুলে মারিছে আছাড় !
মেঘ গম্ভীর নাদ  ,করিছে গর্জন ,
ঝটিকার সাথে যেন করে বরিষণ !
বাসা উড়ে ,গাছ উপড়ে ,উন্মাদ অম্বর ,
ক্ষণপ্রভা ,প্রভাদানে ,ঘনায় আঁধার !
ঝন্ ঝন্ ,শন্ শন্ ,উথাল ,পাথাল ,
সমুদ্রের জল ফুঁসে ,হয়েছে উত্তাল !
দেওয়া ডাকে হড়্ হড়্ ,গুরু গরজায় ,
কালো মেঘ ফালা হয়ে বিজুরী চমকায় !
ঘর ,বাড়ী ,গাছ ,পালা ,যত লন্ড -ভন্ড ,
উড়িতেছে ধূলিকণা হইয়ে প্রচন্ড !
ভয়ঙ্কর প্রভঞ্জন হইয়ে মাতাল ,
মেদিনীকে করিতেছে  যেন ফাল ফাল !
ঝটিকা প্রবাহ ধীরে ,বহে সমীরণ ,
বসুন্ধরা ক্লান্ত যেন বিরহী বাহন !


     <<<<>>>>


রাত্রি - ৯:১৫ মিঃ ,কলকাতা
১৭/০৫/২০১৭ ,বুধবার