তপ্ত দিনের রক্ত নয়ন অন্ধ করিল কে  ,
ধরনীর 'পরে তপ্ত ধূলি ,উড়ায়ে আনিল কে ?
ধূলিময় মেঘ উড়ে,অবিরাম বয় ঝড় ,
ভয়ঙ্কর  গর্জন তুলে উড়ায় চাল খড় ¡
গাছ উপাড়িয়া ফেলে প্রচন্ড দাপট ,
টিনচাল ,খড় উড়ে ,খেলে হরিলোট ¡
কোথায় লইয়া যায় ,আছাড়িয়া ফেলে ,
অন্ধ গহ্বর হোথা ,খোঁজ নাহি মিলে ¡
মেঘ বায় ,পবন সেথা করিছে তান্ডব ,
উপড়ে গাছ ,ভাঙে ডাল ,অচল অতীব ¡
গাছ চাপা পড়ে গাড়ী ,প্রাণহীন দেহ মধ্যে তারি ,
কত প্রাণ অকালে ঝরে হিসাব কে রাখে ভারি ¡
অবলীলায় লীলা করে ,দন্ড মুন্ড ভেঙে পড়ে ,
শূন্যে উড়াইয়া তোলে ,গাছ উপড়ে মুঠি ধরে ¡
কি ভীষণ বজ্র নিনাদ ,কোন কিছুই নেই বাদ ,
লন্ড ভন্ড দেশময় ,বহিতেছে নাভিশ্বাস  ¡
প্রলয় তান্ডব নৃত্য ,প্রত্যহ পরাহ্নে ,
নির্দিধায় খেলে যায় ,বাধা নাহি মানে ¡
ঝড়ের তান্ডব লীলায় আঠার জন মৃত ,
ক্ষয় ক্ষতির হিসাব নেই ,খবর অবিরত ¡
কার ভাগ্যে কি আছে কে জানে কখন ,
মৃত্যুকে সাথে নিয়ে করেছি জনম ¡


          ***********
রাত্রি-৮:০০টা ,
১৮ /০৪ /২০১৮ বুধবার ¡
                  ডেবরা ¡