কালুকাঁটা হ'তে এলো কোলকাতা ,সেথা কালুকাঁটা নাই ,
বাগবাজারে নেই  বাঘ আছে শুধু দই ।

উল্টোডাঙা উল্টো কোথায় সোজাই আছে দেখি ,
বৌ-বাজারে বৌ নেই দেখি ট্রাম ,বাসের চোখাচোখী ।

রাজারহাটে নেইকো রাজা ,জিনিস পত্রের হাট ,
কেনা বেচা হয়না রাজা বসেছে দোকান পাট ।

চিনারপার্কে নেইকো চীনা ,যায়না কারে চেনা ,
সপিং মল মাথা তুলে লোকজনের আনাগোনা ।

ধর্মতলায় নেইরে  ধর্ম শুধু  অধর্মের বড়াই ,
মিটিং ,মিছিল ,ধর্মঘট ,অনশন ,কেবলই হৈচৈ  ।

কলেজষ্ট্রীটে নেইকো  কলেজ শুধু বই ,খাতার ,দোকান ,
বই ,খাতা ,কাগজ আর আদি মোহিনীমোহনের শাড়ীর দোকান ।

নাগের বাজারে নেইরে ভাই একটিও নাগ - নাগিনী ,
আছে শুধু ইলেকট্রনিক্স , কত রকম দোকান দানী ।

বিষ্ণুপুরে নেই বিষ্ণু ,শুধু দলের দলাদলি ,
খুন জখম ,বাজি বোমা ,আর গোলাগুলি ।

কোলকাতার বইয়ের মেলায় ঘুরে ঘুরে সারা ,
দেশ বিদেশের বইয়ের স্টল দেখে চক্ষু ছানাবড়া ।

বিশ্বে যত দেশ সেথা বইয়ের দোকান দিয়েছে ,
কতরকম ভাষাভাষি মানুষ সেথা উপস্থিত হয়েছে ।

কোলকাতা কোলকাতা তুমি কি যাদু জান কোলকাতা ,
কে বলে 'ঝুট ' তোমায় ,তুমি সবদেশের সমঝোতা ।

            *******************

সন্ধ্যা - ৫:৫৩ মিনিট ॥
১২/০৮ /২০১৯ সোমবার ।
কেরাণিটোলা  = মেদিনীপুর ।