জীবনের খেলা ঘরে ভাঙা গড়া খেলা চলে ,
জীবন সংগ্রামময় বিরামহীন খেলা খেলে ।
আজ আছি কাল নেই যেতে হবে বৈভব ফেলে ,
পুত্র কন্যা পরিজন সব ছেড়ে তুমি যাবে চলে ।


দালান কোঠা গাড়ি বাড়ী কোথা রবে রূপসী নারী ,
থাকবে এই ধরা মাঝে সব কিছুই রবে হেথা পড়ি।
আমার আমার কর তুমি কেউ তোমার আপন নয়রে ,
যতকিছুই ক্ষণস্থায়ী  ক্ষণকালের জন্য তোমার হয়রে ।


এপারে জীবন থাকে যখন ওপারে ডাকে মরণ ,
কখন কে আসে যায় কেউ না জানে সেইক্ষণ ।
এপারে জীবন হাসে ওপারে মরণ ডাকে পাশে ,
দোঁহা সাথে দ্বন্দ্ব চলে জীবন না মরণ কার আসে ।


কার আধিপত্য বেশী এই বিশ্বজগৎ মাঝারে ,
জীবনের এই খেলা ঘরে কে জেতে কে হারে ।
জীবনের আধিপত্য যতক্ষণ থাকে সবল সুস্থ দেহ ,
জীর্ন শীর্ন কায়া যখন ধীরপদে মরণ আসে বুঝেনা কেহ ।


মরণ বলে জীবন তুমি কেন মিছে মিছেই কর অহংকার ,
এই বিশ্ব চরাচরে জীবন তুমি মরণের কাছে মেনেছো হার ।
চিরদিন যুগ যুগান্ত ধরে জীবন তুমি মরণের কাছে পরাজিত ,
আজকে তুমি কিভাবে জয়ী হবে এইযে বিজ্ঞানে অবিদিত ।


                 ****************


সন্ধ্যা - ৬ : ২৩ মিনিট ।
২৮ / ০৪ / ২৪ রবিবার ।
কোলকাতা ।