দিন দিন কাটাইনু সময় অবহেলায় ,
শৈশব,কৈশর, যৌবন কাটে আসে সায়াহ্নের বেলা ।
বৃথা কাজে দিন যে গেল না ভজিনু  কৃষ্ণে ,
দিন দিন আয়ু ক্ষীন হীনবল দিনে দিনে ।
দিন দিন কাটাইনু সেই সময় সুখ মদিরাতে ,
সময় যে চলিয়া যায় তারে যায়না ফেরাতে ।
যখন যা করতে হবে তখন তা' করে ফেল ভাই ,
সময় স্রোতের সম ভাসিয়া যে যায় ।
শত চেষ্টাতেও তাহা ফিরিয়া না আসে ,
অবহেলায়  দিন যে কাটে অলসে আয়াসে  ।


মাতৃক্রোড়ে দুগ্ধ পানে  শৈশব সকালে খেলা ,
ধীরে ধীরে কৈশর এলো বাড়িল যে বেলা  ।
কৈশরেতে লেখা পড়া চরিত্র গঠন ,
জীবন উদ্দেশ্য পথে লক্ষ্যেতে গমন ।
যৌবনেতে  পদার্পন মধ্যাহ্নের বেলা তখন ,
স্বনির্ভরশীল হয়ে পরিজনের উপর কর্তব্য পালন ।
সংসারের কর্মশেষে আসে প্রৌঢ়ত্বের দায় ,
সংসারের কিছু দায় তখন সন্তানে অর্পিতে হয় ।
প্রৌঢ়ত্বের প্রান্তদেশে এসে দাঁড়ায় বার্দ্ধক্য ,
সৎ চিন্তা সৎকর্ম ঈশ্বরের প্রতি তখন একমাত্র ল্ক্ষ্য ।
সকল চিন্তা ত্যাগী তখন ঈশ্বরেতে মতি ,
এইতো জীবন পঞ্জিকা  মনুষ্য জনমের মুক্তি ।
সময়ে যার  যা' কর্ম সে যদি নাই করে ,
বিফলে মনুষ্য জন্ম দিনে দিনে যায় রসাতলে ।


     **********************
দুপুর - ১: ০০ টা !
২৫ /০৩ /২২ শুক্রবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !