ভালোবাসা পুরানো হয় না কখনো ।
দিন চলে যায় বিস্মৃতির অন্তরালে ।
কিন্তু মোহময় জীবন যেন ভুলেও
ভুলতে পারেনা অতীতের স্মৃতি ।


নদীতটে জমে থাকা শৈবাল যেমন
অতীত হয়ে চিহ্ন রেখে দেয় ।
গুল্ম হয়ে অতীতকে জাগিয়ে
রাখে ।


ভালোবাসা মরেও মরেনা ।
ভালোবাসার মৃত্যু নেই ।
সে চির জাগ্রত ।ভালোবাসায়
ভাসিয়ে দেয় প্রেমের ভেলা ।
কিন্তু মাঝপথে যদি ডুবে যায় ভেলা ,
ভালোবাসার নদী কিন্তু বয়েই চলে ।


জীবন নশ্বর ততদিন শরীরে থাকে ,
যতদিন না  মৃত্যু স্পর্শ করছে শরীরে ।
ভোলোবাসা স্মৃতি হয়ে স্মৃতিপটে
উদ্ভাসিত হয় ।
            ×××××××××××××
রাত্রি - ৯ : ০০ টা ।
১৭ / ০৪ / ২৩  সোমবার ।
কোলকাতা ।