জঙ্গল মহলের মেয়ে আমি ভালোবাসি বনভুমি ,
দিন কেটে যায় মাঠে ক্ষেতে যেন ঘুরি বনহরিণী ।


মাটিতেই জন্ম আমার  ভালোবাসি মাটি মাকে ,
অঙ্গে মেখে মাটির সোহাগ জড়িয়ে রই তাকে ।


জংলি দেশের মেয়ে আমি ভাই ,
জঙ্গলে জঙ্গলে কাঠ কুড়িয়ে তাই বেচে খাই ।
ভয় পাইনা দস্যি লোকের শয়তানিতে ভয় ,
দিবারাত্র  ঘুরে বেড়াই  ভয় কে করি জয় ।


জংলা দেশের মেয়ে রে ভাই ,
কোন কিছুতেই ভয় করি নাই -
বনে  জঙ্গলে  ঘুরে বেড়াই,
ঘোর প্যাঁচ কিছুই বুঝি  নাই ।


সকাল হলেই দল বেঁধে চলি সবে বনে ,
কাঠ কুড়িয়ে বোঝা মাথায় ফেরি হাসি মনে ।
জঙ্গল মহলের জংলা মেয়ে মাথায় কাঠের বোঝা ,
কাঠকুড়িয়ে বোঝা বেঁধে বাড়ী ফিরি সোজা ।


মহুয়া বনে মহুল  কুড়িয়ে ,
মহুয়া ফুলের মধূ নিয়ে -
চললো মেয়ে আল পথ বেয়ে ,
সবুজ ঘাসের উপর পায়ে পায়ে ।


জংলা  দেশের জংলা মেয়ে না বুঝি ভাল মন্দ ,
সরল মনে কই সরল কথা একসাথে করি আনন্দ ।
এক গ্রামেতে এক সাথেতে থাকি সবাই একসাথে ,
এক সাথেতে দিন কেটে যায় হৈ হুল্লোড়ে থাকি মেতে ।


          ×××××××××××××××××××××××
বিকেল - ৪ : ৫৫ মিনিট ।
২২ / ০২  /২৩ রবিবার   ।
কোলকাতা ।