যোগ্য ব্যাক্তি,যোগ্য স্থান ,
যথোপযুক্ত মান সম্মান ¡
যেমতি স্বীয় কীর্ত্তিতে,
যশ লভে সে জগতে ¡
যথাযোগ্য স্থানে যাবে ,
যোগ্য শিক্ষা ,সেটাই নেবে ¡
যুগ যুগ ধরে যাহা হয়েছে তাই ,
যুদ্ধ করেই মানুষ বাঁচে যে সদাই ¡
যাজ্ঞসেনীর বস্ত্র হরণ ,
যায় কৌরব অধঃপতন ¡
যাইয়া করুণাময় সভার আড়ালে ,
যত বস্ত্র যাজ্ঞসেনীরে যোগাইলে ¡
যোগধ্যানে কৃষ্ণ প্রেম যার অন্তরে ,
যায় মজে মন গোবিন্দ প্রেমের তরে ¡
যোগিনীর বেশ যেমতি রাধা ধরে ,
যন্ত্রনা বিরহানলে সদা পুড়ে মরে ¡
যোজ্ঞেশ্বর হয়েছেন হরি ,
যাহাই কর সবই তাঁরি ¡
যোগ যোগীন্দ্র নাম যাঁর ,
যোগমায়া ঘরণী তাঁর ¡
***************
বেলা -৩:৩৫ মিনিট
০২ /০৫ /২০১৮ বুধবার
ডেবরা