পাইনা ভাষা পাইনা  শব্দ ,
না পাই ভাব  না পাই ছন্দ  ,
চলেছি লিখে হইয়ে অন্ধ ।


চলেছি আমি হেথা সেথা ,
খুঁজে তোমায় পাব কোথা ,
মনের মাঝে এসো হেথা ।


গল্প লিখি কাব্য লিখি ,
মনে তোমার ছবি আঁকি ,
কাব্যগুলি গুছিয়ে রাখি ।


শব্দ দিয়ে গাঁথি মালা ,
দেখে মালা জুড়ায় জ্বালা ,
হৃদয় গাঁথে কাব্য মালা ।


ভাষায় অর্থ হয় কত'না ,
অর্থ তার নয় অজানা  ,
কত কিছুর দেয় উপমা  ।


কাব্য এসো তোমায় লিখি  ,
মনে মনে তোমায় আঁকি  ,
তুমি যে আমার মনের  পাখী ।


ভাবের ঘরে  তুমি অচেনা ,
ভাবলে  তোমায় যায়না চেনা ,
তুমি যেগো আমার মনে অচেনা  ।


********************
রাত্রি -  ১০ : ২০ মিনিট ।
২১ / ০৭ / ২৩  শুক্রবার ।
কনকর্ড = শার্লোটে (নর্থ ক্যালোরিনা   -ইউ ,এস ,এ )